সিলেটে ঈদের জামাতে জায়নামাজ ব্যতিত অন্য কিছু নেয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মোটরসাইকেলের চালক ও যাত্রীদের ব্যাপারেও কঠোর নির্দেশনা রয়েছে পুলিশের।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।
পুলিশ কমিশনার বলেন, ঈদের দিনে ও পরের দিন যারা বেপরোয়া মোটরসাইকেল চালায়, তাদের ব্যাপারে আমাদের নজর থাকবে। আমরা অনুরোধ করবো সবাই যেন হেলমেট পরে বাইক চালায়। শুধু চালক না, সহযাত্রীও যেন হেলমেট পরেন।
তিনি বলেন, কেউ যানবাহন নিয়ে ঈদের জামাতে এলে সেটা ঈদের জামাতের স্থান থেকে একটু দূরে রাখতে হবে।
পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে আমাদের দিক থেকে কোনো শঙ্কা নেই। আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।