সিলেট নগরে হঠাৎ শিলাবৃষ্টি, ঈদ বাজারে ভোগান্তি

টানা তীব্র তাপদাহে পুড়ছিলো সিলেট নগরবাসী। অবশেষে বৃষ্টির আগমনে অসহনীয় গরম থেকে মুক্তি মিললেও শিলাবৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঈদে কেনাকাটা করতে যাওয়া মানুষজন। শিলাবৃষ্টিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা।

বুধবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে সিলেটে ঝড় হাওয়ার সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদের কেনাকাটা করতে বের হওয়া ক্রেতারা। শিলা বৃষ্টি শুরু হতেই ছোটাছুটি করেতে দেখা যায় নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-বৃদ্ধ সবাইকে। সবাই দৌড়ে গিয়ে বিভিন্ন শপিংমল ও দোকানের সামনে আশ্রয় নিতে দেখা যায়।

ফুটপাতের দোকানীরা তাদের মালামাল বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। তবে প্রায় আধাঘণ্টা পর বৃষ্টি থেমে যায়। আবারো শুরু হয় স্বাভাবিক ঈদ বাজার।