সিলেটের কানাইঘাট উপজেলায় এবার বেড়েছে বোরো ধানের আবাদ। যথাসময়ে সরকারের পক্ষ থেকে বীজ, সার সহ প্রনোদনা পাওয়ার কারণে ফলন ভালো হওয়ায় কৃষকরা এবার দারুন খুশি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নিরাপদে ধান কেটে ফসল ঘরে তোলার জন্য যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা ও মাড়াইয়ের জন্য মাঠে গিয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক ও মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
এদিকে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সাতবাঁক ইউনিয়নের চাতল হাওরে গিয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটার উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। তিনি কাঁচি নিয়ে মাঠে গিয়ে কৃষকদের সাথে বোরো ধানও কাটেন।
ধান কাটা উৎসবে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, সাতবাঁক ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ।
ধান কাটার উৎসবের সময় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেট অঞ্চলের সকল অনাবাদী জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই আলোকে সিলেট জেলার সকল উপজেলা অনাবাদী জামিয়ে চাষাবাদের আওতায় আনার কৃষি বিভাগ থেকে শুরু করে মাঠপর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান স্যার প্রত্যেক উপজেলায় কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ এবং নিজ হাতে বীজ, সার ও সহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণের কারণে এবারের বোরো ধানের আবাদ কানাইঘাটে বেড়েছে এবং ভালো ফলন হয়েছে। এতে কৃষকরাও আনন্দিত। সামনে আউশ ও আমন মৌসুমে ফসলের সংখ্যা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল তাড়াতাড়ি ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক জানান, এ বছর কানাইঘাট উপজেলায় রেকর্ড পরিমাণ ৬ হাজার ২৫১ হেক্টর জমিতে উন্নতজাতের বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৪১ হেক্টর বেশি। কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে ফসলের তদরকী সহ কৃষকরা উন্নতজাতের হাইব্রিড ধান আবাদ করায় ফলন বাম্পার হয়েছে। কৃষকরা যাতে করে ধান পাকার সাথে সাথে কম খরচে ঘরে তুলতে পারেন এজন্য ধান কাটার যান্ত্রিক বাহন ব্যবহার কারার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।