ঈদ মানে আনন্দের জোয়ার। ঈদ মানে খুশির সঞ্চার। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয়।
ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে সিলেট পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদ উপহার ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী নাসরিন লায়লা।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্য সাবিনা ইয়াসমিন, শাহিনা আক্তার, সায়মা সাদিয়া শাওন, আবিদা মোস্তফা অরিন, দিল আফরোজ, মৌটুসী দেব মৌলি ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী নাসরিন লায়লা বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমাজের উন্নতির জন্য। আমাদের সকলকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরকে সাহায্যের মাধ্যমেই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের ঈদকে আনন্দময় করতে আমাদের এই ছোট প্রচেষ্টা।
পুনাক সভানেত্রী এ সময় সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার রাখি রানী দাস, পুলিশ লাইন্সের আরআই ও কোতোয়ালী মডেল থানার ওসি।