বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে চলতি বছর দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় এ বছর বাংলাদেশের অবস্থান ৪৩ নম্বরে, স্কোর ৩ দশমিক ৮২৭। যেখানে গত বছর ৪১তম অবস্থানে ছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনোমিক অ্যান্ড পিস (আইইপি) সম্প্রতি ২০২৩ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদের এই সূচক প্রকাশ করেছে।
তালিকায় এ বছর শীর্ষে আছে এশিয়ার দেশ আফগানিস্তান, স্কোর ৮ দশমিক ৮২২। এছাড়া দ্বিতীয় নম্বরে ৮ দশমিক ৫৬৪ স্কোর নিয়ে আছে পশ্চিম এশিয়ার দেশ বুরকিনা ফাসো। আর তৃতীয় নম্বরে ৮ দশমিক ৪৬৪ নিয়ে আছে আফ্রিকার দেশ সোমালিয়া। এরমধ্যে গতবছর আফগানিস্তান ও সোমালিয়া একই অবস্থানে থাকলেও এ বছর বুরকিনা ফাসোর দুই ধাপ অবনতি হয়েছে।
এদিকে, তালিকায় ৩ দশমিক ৮২৭ স্কোর নিয়ে বাংলাদেশ ৪৩ নম্বরে অবস্থান করলেও পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ১৩ নম্বরে। গত বছরও একই স্থানে থাকা দেশটির এবারের স্কোর ৭ দশমিক ১৭৫। এছাড়া ৪ দশমিক ১৩৪ স্কোর নিয়ে নেপাল ৩৬ নম্বরে এবং ৭ দশমিক ৮৭৭ স্কোর নিয়ে মিয়ানমারের অবস্থান ৯ নম্বরে। আর পাকিস্তান ৮ দশমিক ১৬০ স্কোর নিয়ে অবস্থান করছে শীর্ষ ৬ নম্বরে।