কমলগঞ্জে দরিদ্রদের মাঝে বিজিবির ইফতার ও রাতের খাবার

‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরণের জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে কমলগঞ্জে দরিদ্র মানুষের মাঝে মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ এপ্রিল) বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় মহাপরিচালক বিজিবির পক্ষ থেকে ২শত জন দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, বিএসপি, পিএসসি, জি, অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদসহ বিজিবি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।