হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে ইফতার সামগ্রী নিয়ে উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু কালাম ও আবু মুছার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, শিজিল মিয়া (৪০), আব্দুল্লাহ মিয়া (৩৩), জসিম মিয়া (৩৭), রাহেনা খাতুন (৪০), শিরিন আক্তার (১৭), সায়েরা খাতুন (৪০), মিরজান মিয়া (২০), লাদেন (২১), বোরহান (২০), কালাম (৩০), মনির (১৮), ফারুক মিয়া (২৫) ও রোমান মিয়া (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইফতার সামগ্রী নিয়ে উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু কালাম ও আবু মুছার লোকজনের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আহতদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া, ওসি (তদন্ত) চম্পক দাম, উপপরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার, এস আই মিজানুল হকসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।