দোয়ারায় চেয়ারম্যান কর্তৃক সদস্য লাঞ্চিত, প্রতিবাদে বিক্ষোভ

দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিমের নির্দেশে ইউপি সদস্য জিয়াউল ইসলামকে লাঞ্চিত করার প্রতিবাদে ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় জনগণ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে দোহালিয়া ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন মার্কেটের সামনে ওয়ার্ডের এমরাজ তালুকদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সাবেক ইউপি সদস্য জিয়াউল ইসলাম, সাবেক ইউপি সদস্য শানুর আলী, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, হেলিম উদ্দিন, হাজী রহমত আলী, সুজন মিয়া, রহমান মিয়া, আব্দুল গণি, আলী আহমদ, আফতাব মিয়া, জহুর উদ্দিন, বাবুল মিয়া, শাহীনুর, সেলিম মিয়া, ডা. নাছির উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন, এম আর জনি, আব্দুর রহমান, আব্দুর নুর, অনিক, কবির মিয়া, আলী আমজদ, আব্দুল লতিফ, রহমত আলী, মানিক মিয়া, আব্দুল মান্নান, আতিক, আব্দুল হক, আজাদ নুর, ফয়জুল মিয়া, হেকিম, আক্তার হোসেন, সুনু মিয়াসহ আরও অনেকে।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দোহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম টিসিবির পণ্য কার্ডধারীদের মধ্যে বিতরণ না করে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিছু মানুষের মধ্যে বিতরণ করেন।

ইউপি সদস্য জিয়াউল ইসলাম বলেন, ‘টিসিবির পণ্য কিভাবে বিতরণ করা হবে জানতে চাওয়া হলে চেয়ারম্যান বলেন, কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে। কার্ড ছাড়া বিক্রি করলে আমি প্রতিবাদ করায় চেয়ারম্যানের লাটিয়াল বাহিনী দিয়ে আমার উপর আক্রমণ চালান।’

এসময় বিক্ষোব্ধ মানুষ ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদ ও ঘটনার বিচার দাবি করেন।