সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরের জকিগঞ্জকে প্রশাসনের পক্ষ থেকে অধিক গুরুত্ব প্রদান করা হয়। এই এলাকায় মাদক, জুয়া ও নারী নির্যাতন বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে সিলেটের জকিগঞ্জ থানা মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ে সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জকিগঞ্জকে মাদকমুক্ত করতে তিনি সকলকে হাত বাড়ানোর আহ্বান জানান। সকলের সহযোগিতা পেলে বৃহৎ পরিধির জকিগঞ্জে একাধিক পুলিশ ফাঁড়ি করারও ঘোষণা দেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল জাকির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) নাবিলা জাফরিন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ইউএনও এ কে এম ফয়সাল, ওসি মোশাররফ হোসেন, পৌর মেয়র আব্দুল আহাদ, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, এম এ জি বাবর, মঞ্জুরুল হামিদ চৌধুরী, বাবর হোসাইন, মোস্তফা আহমদ প্রমুখ।