হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় গলা অর্ধেক অংশ কাটা পড়া কিশোর স্বপন (১০) মারা গেছে। সোমবার (৩ এপ্রিল) সকালে পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে।
গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে চুনারুঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণাচরণ পাইলট উচ্চবিদ্যালয়ের অভ্যন্তরে ঝুপড়ি বাঁধা পুকুরের পাড়ে শান্ত (১৫) নামের আরেক কিশোর স্বপনের গলায় ক্ষুর দিয়ে আঘাত করলে তার গলা প্রায় অর্ধেক কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রোববার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় স্বপন মারা যায়।
জানা গেছে, ঘটনার দিন স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় চুনারুঘাট থানার পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে একই গ্রামের বাসিন্দা শান্তকে উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের রেমা-কালেঙ্গা বর্ডার এলাকার হিমালিয়া গ্রাম থেকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।