চুনারুঘাটে ল্যাপটপ পেলো ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়

হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা অনুদান ও শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উক্ত অনুদান বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফর রহমান মহালদার।

এসময় সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান পিইডিপি-৪ প্রকল্পের উদ্যোগে উপজেলায় ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেটসমুহ প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোদাব্বের আলী, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, অফিসার ইনচার্জ রাশেদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদারসহ দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা কর্মচারীগণসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগীগণ ও সংবাদকর্মীগণ।