স্বাধীনতা দিবসে দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রধান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে সকল বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সাথে স্বরণ করি, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাত নসিব করেন।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা হলেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা লোভ লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করেনি, যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করার জন্য। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছে একটি লাল সবুজের পতাকা। বিএনপি সরকার শাসনামলে মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় প্রকাশ করতে ভয় পেতেন। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী বাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইদ্রিস আলী বীর প্রতিক, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফর আলী, মো. আব্দুস সোবহান প্রমুখ।