২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. উৎপলেন্দু বর্ধন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
১৯৭১ সনের ২৫শে মার্চের কাল রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র মুক্তিকামী মানুষের উপর গণহত্যার বর্ণনা তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ শে মার্চের কাল রাত্রিতে সেদিন পূর্ব
পাকিস্তানের স্বাধীনতাকামী নিরস্ত্র জনতার উপর তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠি যে গণহত্যা চালিয়ে ছিল তা পৃথিবীর ইতিহাসে এক জগন্যতম কালো অধ্যায়। এ গণহত্যা প্রতিরোধের মধ্যদিয়ে বাঙালি জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আপামর জনতা পাকিস্তানী সামরিক জান্তার বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হন।
বক্তারা আরো বলেন, বীর শহীদরা যে স্বপ্ন নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের স্বপ্নের বাংলাদেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখতে হবে এবং ২৫শে মার্চের গণহত্যাকে আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।