শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে চলতি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের নিজ নিজ এলাকার অপরাধ সংক্রান্ত বিষয়ে জানতে চান। উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি অতিরিক্ত পুলিশ কমিশনারের সামনে উপস্থাপন করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনা ও নথি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তাদের সৎ ও মানবিক পুলিশিং সেবার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয়, তেমনি কোনো পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।