গোলাপগঞ্জে হাত-পা বেঁধে ডাকাতি, মূল হোতাসহ তিন ডাকাত গ্রেপ্তার

গোলাপগঞ্জে এক মোদি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বসতঘরের গেটের তালা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে জিম্মি করে ওই ব্যবসায়ীর পরিবারের সকল সদস্যের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় ডাকাতরা।

শুক্রবার (১৭ মার্চ) রাত ২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা বড়বাড়ী গ্রামের আব্দুল হকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় (১৮ মার্চ) সন্ধ্যায় আব্দুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা ০৭/০৮ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা (মামলা নং: ২০/৭৬, তাং, ১৮/৩/২৩ ইং) দায়ের করেন।

এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) র‍্যাব-৯ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মিহারী গ্রামের মৃত প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও কমলগঞ্জ উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বলেন, ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা চলমান রয়েছে।