রাজধানীর বনানী ক্লাবে ‘গোপন বৈঠক’ করার সময় বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির এই অভিযানে বনানী থানার পুলিশও তাদের সঙ্গে ছিল।
পুলিশ জানায়, বনানী ক্লাবে বসে বিএনপির এই ৫৫ নেতাকর্মী ‘রাষ্ট্রবিরোধী’ পরিকল্পনা করছিলেন। গোপনে এই সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে।
রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয় বলে বনানী থানা সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল (রোববার) রাতে বনানী ক্লাবে বিএনপির ৫৫ নেতাকর্মী গোপনে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছেন— এমন অভিযোগে তাদের আটক করে ডিবি। অভিযানে ডিবির সঙ্গে বনানী থানার পুলিশও ছিল।
আটকদের বিষয়ে বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।