দোয়ারাবাজারে স্কুল মাঠ ভরাটের মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এ কাজের উদ্বোধন করেন।
উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ লক্ষ ৭৭ হাজার ৬ শত টাকা ব্যায়ে মাঠ ভরাট প্রকল্পের কাজ USAID এর অর্থায়নে, ঢাকা আহসানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সৌহার্দ্য-৩ কর্মসূচির DRR এর মাধ্যমে কাজের বাস্তবায়ন করাহয়।
স্কুল পরিচালনা কমিটির লোকজন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্কুল মাঠ ভরাটের আবদার করেন। এরই প্রেক্ষিতে শনিবার সকালে মাঠ ভরাটের মাটি কাটার কাজের উদ্বোধন করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ ও প্রকল্পে সেক্রেটারি এম এ মালেক, এনজিও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার ইয়াসীন বকাউল, মনিটরিং অফিসার তাসলিমা সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর দেবল তালুকদার, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন মিস্টার বিরেন্দ্র সূত্রধর প্রমুখ।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, ‘দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের খেলার মাঠ ছিলনা। গত মাস খানেক আগে স্কুল পরিচালনা কমিটির লোকজন এসে মাঠ ভরাটের আবদার করেন। এনজিও সংস্থার একটা কাজ করার জন্য সুপারিশ আসে আমি সেই ৬ লক্ষ ৭৭ হাজার ৬ শত টাকা প্রকল্প স্কুল মাঠ ভরাটের জন্য ব্যয় নির্ধারণ করে মাঠ ভরাট কাজের শুভ উদ্বোধন করি। মাঠ ভরাটের পর এই প্রাইমারি স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের খেলার মাঠের চাহিদা পূরণ হবে।’