সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৯ প্রার্থী।
১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তার আলী জামানত হারিয়েছেন। ‘আনারস’ প্রতীকে তিনি পেয়েছেন ৩০৪ ভোট। এই ইউনিয়নে বৈধ ভোট ১০ হাজার ৭১৪।
২ নম্বর মাইজগাঁও ইউনিয়নে জামানত হারিয়েছেন ২ প্রার্থী। আহমদ বেলায়েত আলম (অটোরিকশা) ৩৬০ ভোট ও জুমাদুল করিম চৌধুরী (চশমা) পেয়েছেন ৮২৭ ভোট। এই ইউনিয়নের বৈধ ভোটের সংখ্যা ১২ হাজার ১৮৯।
৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নে জামানত হারিয়েছেন চার প্রার্থী। মো. আপ্তাব আলী (ঘোড়া) ৯৪৫ ভোট, আমিনুর রহমান জুয়েল (টেবিল ফ্যান) এক হাজার ২২৭ ভোট, বোরহান উদ্দির সিন্দু (মোটরসাইকেল) ৪৫২ ভোট ও শেখ মো. আখতার হোসেন (অটোরিকশা) পেয়েছেন ২৮৮ ভোট। এই ইউনিয়নে বৈধ ভোটের সংখ্যা ১২ হাজার ৫১০।
৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নে জামানত হারিয়েছেন দুই প্রার্থী। জাতীয় প্রার্থী মনোনীত সুহেল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৮০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ৭৭৬ ভোট। এই ইউনিয়নে বৈধ ভোট ১০ হাজার ৩৪৯।
গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি ফলাফলে ৫টি ইউনিয়নের ৩টিতে আওয়ামী লীগ, ২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। রাত ৯টায় উপজেলা পরিষদের হলরুমে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এহসানুল কবির ফেরদৌস বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৈয়বুর রহমান শাহিন (নৌকা) ছয় হাজার ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইকবাল আহমদ খান (ঘোড়া) তিন হাজার ৯৭৩ ভোট।
২ নম্বর মাইজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জুবেদ আহমদ চৌধুরী শিপু (নৌকা) তিন হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমদ চৌধুরী (ঘোড়া) তিন হাজার ২৬৯ ভোট পেয়েছেন।
৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম (নৌকা) চার হাজার ২২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান চৌধুরী (চশমা) দুই হাজার ৯৩৯ ভোট পেয়েছেন।
৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আহমেদ জিলু (আনারস) চার হাজার ৮৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান (ঘোড়া) দুই হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত লুদু মিয়া (নৌকা) পেয়েছেন এক হাজার ৯৮৫ ভোট।
৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন (ঘোড়া) তিন হাজার ৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমরান উদ্দিন (আনারস) পেয়েছেন দুই হাজার ২০৫ ভোট এবং আওয়ামী লীগের জুনেদ আহমদ (নৌকা) এক হাজার ৮৬৯ ভোট পেয়েছেন।