সিলেটের ঐতিহ্যবাহী বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন এম এস হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন এম এ রায়হান।
শুক্রবার (১৭ মার্চ) বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ১১তম কাউন্সিলে সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেন।
শুক্রবার বিকাল ২.৪৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টায়। এতে চারটি পদে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এম এস হাসান ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এম এ রায়হান পান ৩১ ভোট।
সাংগঠনিক সম্পাদক এহসান আহমদ ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে রোমন আহমদ ২৬ ভোট পেয়ে বিজয়ী হন।
২০০১ সালের ২৪ জানুয়ারি মরহুম মুরাদ আহমেদ খালেদের হাতধরে নগরীর কাজলশাহ এলাকায় প্রতিষ্ঠিত হয় ‘বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা’। এর পর থেকে সংস্থাটি স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে আসছে।