ওসমানীনগরে নির্মাণ হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

সিলেটের ওসমানীনগরে ২৫ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। উপজেলার উমরপুর ইউনিয়নের হিজলশাহ এলাকায় নির্মাণ হচ্ছে স্টেডিয়ামটি। জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রচেষ্টায় শীঘ্রই শেখ রাসেল স্টেডিয়ামের কাজ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় তিনি স্টেডিয়ামের ভূমি পরিদর্শন করেন এবং তা দ্রুত কাজ আরম্ভ করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।

তিনি বলেন, ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ হলে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনে বিরাট সফলতা আসবে।’

জানা গেছে, ওসমানীনগরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) ২৫ কোটি ২৭ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পেয়েছে ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সংসদ সদস্যের পিএস আহমেদ কবির আদনান, এপিএস অসিত চক্রবর্তী, কাজী আবুল কালাম আজাদ, ইউপি সদস্য লেবু মিয়া, ছালিক মিয়া, মাসুদ আহমদ ও খালেদ আহমদ খুকু প্রমুখ।

ইতোমধ্যে এ স্থানটি পরিদর্শন করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ যথাশীঘ্রই কাজ শুরু হবে বলেন জানিয়েছেন উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।