যুক্তরাজ্যের লুটন বেঙ্গল টাইগার্স কাবাডি ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা ও ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে লুটন শহরের ভ্যানুসেন্ট্রলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কাবাডি ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
লুটন বেঙ্গল টাইগার্স কাবাডি ক্লাবের ফাউন্ডার ও চেয়ারপার্সন ছোট মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়াল্ড কাবাডির প্রেসিডেন্ট আশোক দাস, বিকেএল’র সিইও প্রেম সিং, লুটনের মেয়র সামিরা সালেহ ও ক্লাবের কো-ফাউন্ডার মোহাম্মদ আজিজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি একটি জনপ্রিয় প্রাচীন খেলা, নতুন প্রজন্মের কাছে কাবাডি খেলাকে পৌছে দিতে লুটন বেঙ্গল টাইগার্স কাবাডি ক্লাবের যাত্রা শুরু হয়েছে। কাবাডি খেলার মাধ্যমে শরীর ও স্বাস্থ্য দুটিই ঠিক থাকে।
আলোচনা সভা শেষে ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।
শেষে স্থানীয়রা কাবাডি খেলায় অংশগ্রহণ করেন। এসময় কাবাডি খেলা উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ।