সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচন আজ বুধবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হবে।
আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর সারদা হলে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরিষদের অন্তর্ভুক্ত সদস্য সংগঠনের পাঁচজন করে প্রতিনিধি ভোট প্রদান করবেন।
সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তিনটি নির্বাহী সদস্য পদে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি, অর্থ সম্পাদক এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
গত ১০ মার্চ সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট এর দ্বি-বার্ষিক সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে নীতিনির্ধারণী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুনরায় প্রধান পরিচালক নির্বাচিত হন নাট্যজন অরিন্দম দত্ত চন্দন। এছাড়া পরিচালক নির্বাচিত হন লিটল থিয়েটার সিলেটের অনুপ কুমার দেব ও উদীচী সিলেটের অর্ধেন্দু কুমার দাস।
নীতিনির্ধারণী পরিষদ আজ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনা করবে। তাঁরা নকল নাট্যকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।