র্যাব-৯ এর অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারপূর্বক মোটরসাইকেল চোরচক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- জৈন্তাপুর থানার নিজপাট ইউনিয়নের ডুডিক এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র জাকির হোসেন (২১) ও জাহেদ হোসেন (১৯) এবং একই থানার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন এলাকার বাসিন্দা তাহির আলীর পুত্র আবুল কালাম (২০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।