প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন লিওনেল মেসি। প্রথম মৌসুমে নিজেকে খুঁজে পাননি। চলতি মৌসুমে প্রাণবন্ত তিনি, গোল করছেন, করাচ্ছেন।
শনিবার (৪ মার্চ) নঁতের বিপক্ষে পিএসজি এগিয়ে যায় তার গোলে, তাতে ক্লাব ক্যারিয়ারে অবিশ্বাস্য এক মাইলফলকে নাম লেখান ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
দুই দশকের ক্লাব ক্যারিয়ারে এক হাজার গোলে অবদান রেখেছেন মেসি। নঁতের বিপক্ষে ১২ মিনিটে ফ্যাবিয়ান রুইজের ক্রসে বক্সের সেন্টার থেকে দারুণ ভলিতে গোল করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। গোল করা ও গোল করানোয় চার অঙ্কের ঘরে পৌঁছে গেছেন তিনি। ৮৪১ ম্যাচ খেলে ৭০১ ক্লাব গোল ও অ্যাসিস্ট ২৯৯টি। জাতীয় দল ও ক্লাবের হয়ে তার মোট গোল দাঁড়ালো ৭৯৯টি।
এই মৌসুমে ২১ লিগ ম্যাচ খেলে মেসি ১৩ গোল করেছেন ও অ্যাসিস্ট ১২টি। সব মিলিয়ে পিএসজির হয়ে গোল ১৮টি এবং বানিয়ে দেন ১৬টি। তবে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এই মৌসুমে ৩৯ ম্যাচে তিনি জাল কাঁপান ৩০ বার এবং অ্যাসিস্ট ২০টি।
ক্লাব ক্যারিয়ারে সর্বোচ্চ গোলে অবদান রাখার তালিকায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো (৯১২)। মানে আল নাসর তারকা ৮৮ গোল পেছনে।