হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে উপজেলার জলসুখা পাটুলিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, জলসুখা গ্রামের নিয়াজ উল্লাহ এবং আলী আকবরের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে নিয়াজ উল্লাহর ভাতিজা আকিবুর কৃষিকাজের জন্য বিরোধপূর্ণ জমিতে যাচ্ছিলেন। এসময় আকবর আলীর লোকজন তাকে আটকে মারধর করেন। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ রায় বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দাঙ্গার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।