হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ১২টি চোরাই মোবাইল উদ্ধারসহ ২ চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ মার্চ) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাদ্দাম হোসেন এবং এএসআই (নি.) জাকির হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বড় বাজার রান্নাঘর নামীয় খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলা সদরের পুরান তোপখানা গ্রামের আ. মোতালিবের পুত্র ছাদিক মিয়া (১৯), খন্দকার মহল্লার আলী হোসেন মিয়ার পুত্র মো. আলম মিয়া (১৯)।
সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ২ মোবাইল চোর রান্নাঘর নামীয় খাবার হোটেলের সামনে আনাগোনা করতে দেখে থানায় খবর দেয়া হয়। তৎক্ষনাৎ পুলিশ এসে তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে বিভিন্ন মডেলের ১১টি
মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদ্বয়কে মোবাইলের মালিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি। পরে তাদের দেয়া তথ্যানুসারে ইনাতখানী গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আরো ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। উদ্ধারকৃত ১২টি মোবাইলের মূল্য অনুমান ১লক্ষ ২ হাজার টাকা।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব তথ্যটি নিশ্চিত করেন। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।