‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেবো যোগ্য জনে’ এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২ মার্চ) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবন চত্বরে শোভাযাত্রা শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোকলেছুর রহমান, উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী তাপশ দাস ও আতিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকেন। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করেছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিত তাদের বয়স ১৮ বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া।
দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয় চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।