সিলেটের জৈন্তাপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জমিয়তের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাসউদ আযহার। তিনি জৈন্তাপুর উপজেলা জমিয়তের বর্তমান সহ-সাধারণ সম্পাদক এবং হেফাজতে ইসলামের সাবেক উপজেলা সমন্বয়ক।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সিলেটভয়েসকে জানান, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) এই ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটেছে জানিয়ে মঙ্গলবার থানায় মামলা করেন মাদ্রাসাছাত্রীর বাবা। এরপর বিকেলে মাসউদ আযহারকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি জানান, ওই ছাত্রী তার বাড়ির পাশের যে মাদ্রাসায় আরবি পড়তে যায় সেখানে শিক্ষকতা করেন মাসউদ আযহার। প্রতিদিনের মতো ঘটনার দিন সকাল ৭টায় মাদ্রাসায় যায় ওই ছাত্রী। পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে মাসউদ আযহার ওই ছাত্রীকে পানি আনতে পাঠান। ছাত্রী পানি নিয়ে এলে মাসউদ আযহার দরজা বন্ধ করে দিয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। তখন ছাত্রীটি চিৎকার দিলে তার সহপাঠীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর ওই ছাত্রী বাড়িতে ফিরে তার মাকে এ ঘটনা জানায় এবং মা স্থানীয় কয়েকজনের কাছে ঘটনা খুলে বলে বিচার চান। মেয়েটির বাবা সিলেট শহরে রিকশা চালানোর কারণে বাড়িতে অবস্থান না করায় থানায় এসে মামলা করতে তার তিনদিন সময়য় লেগে যায়।
ওসি ওমর ফারুক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।