দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর উদ্যোগে সিলেট জেলার ৪টি উপজেলার বিশ্বনাথ, বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে তিনদিন ব্যাপী পেইভ অলটারনেটিভ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ ২৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় তিনদিনের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোজাম্মেল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রশিক্ষণের ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি চিফ অফ পার্টির ‘লেসলি রিচার্ডস।
তিনি বলেন, ‘ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করছে। সিলেটে উপজেলা পর্যায় প্রশিক্ষণে নারীদের অংশগ্রহন ও আলোচনায় নিজেদের বক্তব্য তুলেধরার বিষয়টি আমার ভাল লেগেছে। প্রশিক্ষকদের উপস্থাপনা ও প্রশিক্ষণার্থীদের দলীয় কাজও আমার ভাল লেগেছে।’
এ সময় লেসলি রিচার্ডসকে স্বাগত জানিয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, এ-বছরই নির্বাচনের বছর, তাই রাজনৈতিক সহনশীলতা ও দ্বন্ধ, সংঘাত এড়াতে এ প্রশিক্ষণ আমাদের জন্য সহায়ক হবে। আওয়ামী লীগ সরকারের সফলতা মানুষের সামনে তুলে ধরবে এবং অপর রাজনৈতিক দল (বিএনপি) বা অন্যান্য দল, সরকারের সমালোচনা করবে এটাই স্বাভাবিক। সবাইকে রাজনীতির মাঠে আরো সহনশীল হতে হবে এবং আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে তবেই সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুনরুজ্জমান বারী সুজন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তুলুকদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম, বিএনপির নেত্রী তাসলিমা খাতুন, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ পৌরসভার মহিলা কাউন্সিলর রাসনা বেগম, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজি আব্দুল মতিন, গোলাপগঞ্জ আওয়ামী লীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর ফজলুল আহমদ, শান্তিগঞ্জ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী, বিএনপির জিয়াউর রহমান জিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, বিএনপি নেতা সিরাজুজাম্মান খান, জেলা গণফোরাম নেতা মোঃ আবুল হোসাইন, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্য-নির্বাহী সদস্য ও সিলেট ভয়েস কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক তুহীন আফসারী, সুখময় পাল প্রমুখ।
উপস্থিত ছিলেন, এসপিএল প্রজেক্টের ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, সহকারী ম্যানেজার আল-আমিন মিয়া, একাউন্ট অফিসার কুদরত পাশা।
প্রশিক্ষণ শেষে ৪ উপজেলার ২০ জনের মাঝে সনদ প্রদান করা হয়।