মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার সাগর দিঘী রোডে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিটন আহমেদ ও নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবী লীগের সভাপতি আসিকুর রহমান আসিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হক প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদি পশু, পাখি, কবুতর ইত্যাদির মোট ৪০টি স্টল বসানো হয়।