সিলেট নগরীর ২৯নং ওয়ার্ডের লাউয়াই জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে এলাকার মুরুব্বি এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। অত্র এলাকাবাসীসহ সবাইকে নিয়ে সিলেট নগরীকে একটি স্মাট ও আদর্শ নগরী গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার জন্য সকলের দোয়া চেয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, পঞ্চায়েত কমিটির সভপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম হাদি ছয়ফুল, মোতাওয়াল্লী হাজি শাহার মিয়া, কামরুল ইসলাম, আতিকুর রহমান, নজমুল ইসলাম খসরু, আলী আহমদ খান, আব্দুস সালাম গয়াস, এড মোমিনুর টিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ।