জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে।
ঐদিন সকাল ১০টায় নগরীর লামাবাজারস্থ মদনমোহন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে রেজিস্ট্রেশন কার্ডসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলে হয়েছে।
এতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা বইপড়া উৎসব ২০২২-২০২৩ আসরের নির্ধারিত গ্রন্থ হুমায়ুন আহমেদের এর উপন্যাস ‘১৯৭১’ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘একটি কালো মেয়ের কথা’ থেকে পরীক্ষায় অংশ নেবে। ১০০ মার্কসের পরীক্ষাটি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বইপড়া উৎসবে অংশ নেয়া সবাইকে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে বইপড়া উৎসবের প্রধান উদ্যেক্তা এবং ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর এ বইপড়া উৎসব এর উদ্বোধন হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বই গ্রহণ করে।