তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪৩ হাজার ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে তুরস্কের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ হাজার ৪৪ জনে। সিরিয়ায় এ সংখ্যা ৫ হাজার ৮১৪। ভূমিকম্পের ১০ দিন পরও তুরস্কে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।

দেশটির হাতাই প্রদেশের আনতাকিয়া শহরে ভূমিকম্পের ১১তম দিন বৃহস্পতিবার ১২ বছর বয়সী একটি কিশোরকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৬০ ঘণ্টার বেশি সময় ইট-পাথরের নিচে ছিল সে। একই দিনে একিনজি জেলায় ওসমান হালেবিয়ে নামের এক বিদেশিকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে।

আনতাকিয়া জেলা থেকে মেহমেত আলি সাকিরোগলু ও মুস্তাফা আভজি নামের দুই যুবককে উদ্ধার করা হয়েছে ২৬০ ঘণ্টা পর। খবর পেয়ে ওই দুই যুবকের স্বজনরা তাদের দেখতে ছুটে যান হাসপাতালে।

তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ৬ ফেব্রুয়ারি ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে দেশ দুটির হাজার হাজার ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ঘুমন্ত লোকজনের।