গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা, আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪) ফেব্রুয়ারি রাত ৮টায় উপজেলার বাঘা ইউনিয়নের হাতিমনগর হাওরের তুরুকবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা ও গত ১২ ফেব্রুয়ারি উপজেলার সদর ইউনিয়নের রানাপিং গ্রামে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।

তিনি বলেন- বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি এলাকায় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে পরিচালিত এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।