ভূমিকম্পের ধ্বংসস্তূপে ৯০ ঘণ্টা পরও জীবিত মা ও নবজাতক

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১০ দিনের নবজাতক ও তার মাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর হাতায় প্রদেশের একটি ধসে পড়া ভবন থেকে বৃহস্পতিবার রাতে যাগিজ নামের ওই নবজাতককে উদ্ধার করা হয়।

এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুটিকে কম্বলে জড়িয়ে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। এরপরই তার মাকে স্ট্রেচারে করে বের করা হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তীতে কোনো তথ্য পায়নি বিবিসি।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কেই ১৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর দেশ দুটিতে জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে এসেছে।