দৈনিক শ্যামল সিলেট ও শুভ প্রতিদিন পত্রিকার কম্পিউটার ইনচার্জ মিলন তালুকদারের পিতা খলিলুর রহমান আর নেই। তিনি দীর্ঘ দিন থেকে দৈনিক সিলেটের ডাক পত্রিকার পেস্টার ইনচার্জ হিসেবে দায়িত্বে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৩টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও প্রেসার রোগে ভুগছিলেন।
বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আই.সি.ইউ ভর্তির পর চিকিৎসাদিন অবস্থায় রাত ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি তিনজন পুত্র ও এক কন্যা নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মহুমের জানাযার নামাজ তার নিজ বাড়ী পটুয়াখালিতে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলে কাছে দোয়া চেয়েছেন।