বানিয়াচংয়ে শীর্ষে সুফিয়া-মতিন মহিলা ডিগ্রি কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে সুফিয়া মতিন মহিলা ডিগ্রী কলেজ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শীর্ষে অবস্থান করছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা ডিগ্রী কলেজে ৩২৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১২ জন। এ প্লাস পেয়েছে ১৩ জন। পাশের হার ৮৪.৮৫%।

আবুল খায়ের বক্তারপুর উচ্চবিদ্যালয় এন্ড কলেজ এর পরীক্ষার্থী ছিল ৭৬ জন। পাশ করেছে ৬৩ জন। পাশের হার ৮২%। শচীন্দ্র ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিল ৭০০ জন। পাশ করেছে ৫১৯ জন। এ প্লাস ৬টি। পাশের হার ৭৫.৩৩%।

জনাব আলী ডিগ্রি সরকারি কলেজের পরীক্ষার্থী ছিল ৩৪৫ জন। পাশ করেছে ১৯৩ জন। এ প্লাস ৩টি। পাশের হার ৬০%। শেখ সামছুল হক কলেজের পরীক্ষার্থী ছিল ২৪জন। পাশ করেছে ১৩ জন। পাশের হার ৫৪.১৭%। আইডিয়েল কলেজের পরীক্ষার্থী ছিল ১৩০ জন। পাশ করেছে ৮৭ জন জন। পাশের হার ৬৬.৯২%।

বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ২০ জন। পাশ করেছে ১০ জন। পাশের হার ৫০%। বিসএসডি মহিলা আলিম মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ২৫ জন। পাশ করেছে ১৬ ৯ জন। এ প্লাস ১টি। পাশের হার ৬৪%।