লাখাইয়ে খাল দখল করে বাড়ি নির্মাণ বন্ধ করলো প্রশাসন

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারী খাল দখল করে বাড়ী নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা স্থানীয় বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুকসহ কাঠিহারা গ্রামের লোকজন নিয়ে সরেজমিনে যান। এসময় সরকারী খাল দখল করে বাড়ী নির্মাণ কাজ দেখে তিনি কাঠিহারা গ্রামের মৃত আব্দুল আহাদের চৌধুরীর ছেলে টুটুল চৌধুরীকে মাটিকাটা ও সরকারী জায়গায় গাছগুলো না কাটার নির্দেশ দেন।

পাশাপাশি তিনি সার্ভেয়ার পাঠিয়ে সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত কোন প্রকার কাজ না করার জন্যও নির্দেশ প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মৃত আব্দুল আহাদ চৌধুরীর ছেলে টুটুল চৌধুরী বেশ কয়েকদিন আগে সরকারী খালে মাটি ভরাট করে ও সরকারী জায়গা থেকে গাছ কাটা শুরু করলে বিষয়টি বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুকসহ কাঠিহারা গ্রামবাসীর নজরে আসে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে মঙ্গলবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সরকারী খাল ও সরকারী গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।