গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশনের চক্ষু শিবির

সিলেটের গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের আল এমদাদ উচ্চবিদ্যালয়ে এ ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আবু তাহেরের সভাপতিত্বে এবং আল এমদাদ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ ও আলি হোসেন রাদিসের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, মস্তাব উদ্দিন কামাল, শরীফ উদ্দিন শরফ ও আল এমদাদ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন।

আল এমদাদ উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল গফুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মুতলিব ও সমাজসেবী নূর উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দিন, রিপন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী তালাত সিদ্দিকী, নুর উদ্দিন, শাহিন আহমদ, কামাল উদ্দিন আমান, হারুনুর রশিদ ও আলা উদ্দিন।

ফ্রি চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতায় ছিলেন প্রবাসী আব্দুন নুর, আবু তাহের, মো. দিলওয়ার হোসেন, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, তালাত সিদ্দিকী, সেলিম উদ্দীন আহমদ, ফারুক মিয়া, মো. তাজুল ইসলাম, সামসুল হক এহিয়া, খলিলুর রহমান, সুলতান হায়দার জসিম ও সুহেল উদ্দিন।

এসময় প্রায় ৭০০ উপকারভোগীকে চক্ষুসেবা ও ৩২ জনের চোখের ছানি অপারেশন করানো হয়। এছাড়া বিনামূল্যে চশমা ও চোখের ড্রপ দেওয়া হয়। চক্ষু শিবিরে সার্বিক সহযোগিতা করে আল মোস্তফা ট্রাস্ট।