চার ঘণ্টা পর সচল হলো সিলেট ওসমানী বিমানবন্দর

ফাইল ছবি

প্রায় চার ঘণ্টা পর সচল হল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। পেছনের চাকা ফেটে রানওয়েতে আটকা পড়া বিমানটি সরিয়ে নেয়ার পর বিকাল চারটার দিকে বিমানবন্দরটি ফ্লাইট ওঠানামা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ।

এর আগে দুপুর সোয়া ১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের বিজি ৬০২ ফ্লাইটটির একটি চাকা ফেটে যায়। এতে রানওয়েতে আটকা পরে বিমানটি। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে ওসমানীতে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, ঘটনার পর থেকে বিমানটির চাকা মেরামতের কাজ শুরু হয়। বিকাল সাড়ে ৩টার দিকে মেরামতের কাজ শেষে বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়। এরপর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।

এদিকে দুর্ঘটনার কারণে আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে বলে জানান তিনি।