দিরাই-শাল্লার উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রতিষ্ঠিত ‘সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ’র নবগঠিত কমিটির কার্যকরী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিহির রঞ্জন দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, পীযুষ কান্তি তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল লতিফ, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী, কোষাধ্যক্ষ রুবেল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বিপুল তালুকদার, হাওর উন্নয়ন সম্পাদক সুলতান মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আখলাক হোসেন, আন্তর্জাতিক সম্পাদক দিদার হোসাইন, ধর্ম সম্পাদক আজিজুল ইসলাম হাফিজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল হান্নান, বন ও পরিবেশ সম্পাদক তোফায়েল আহমেদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক খালেদ মিয়া, উপ-প্রচার সম্পাদক আশরাফ আহমেদ, উপ-দপ্তর সম্পাদক সুহাইল আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য মো. মশাহিদ মিয়া, মো. কবির হোসেন ও সাধারণ সদস্য রেজাউল ইসলাম।
সভায় দ্রুততম সময়ের মধ্যে দিরাই-শাল্লার ফসলরক্ষা বাঁধ পরিদর্শন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন এবং সংগঠনের ব্যাংক হিসাব চালুকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।