সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘আগে অবকাঠামোর কথা চিন্তা না করে শিক্ষার মান বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছি, এর উত্তরণের পথ বের করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষার মান ও অবকাঠামোগত যে উন্নয়ন সাধণ করেছে তা অতীতের যেকোন সরকারের উন্নয়নকেও হার মানায়।’
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরান বাজার পাবলিক মডেল উচ্চ বিদ্যালয়ের (পি.পি.এম হাইস্কুল) মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন ইউ.কে’র উদ্যোগে আয়োজিত বৃত্তি বিতরণ ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন।
প্রাক্তন ছাত্র বেলায়েত হোসেন খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র দেওয়ান আলী আজগর জহীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুবেদ আহমেদ চৌধুরী শিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ।
বক্তৃতা করেন সাংবাদিক মামুনুর রশীদ, এসোসিয়েশনের সহ সভাপতি আবুল কালাম শিবিল, হাসনাত চৌধুরী বুলবুল, সাধারণ সম্পাদক মাজেদা বেগম সুশি, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান চৌধুরী প্রমুখ।
সভাশেষে অত্র বিদ্যালয়ের ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- আব্দুস সোবহান, মাওলানা আমির উদ্দিন, উৎপলা পীড় দে।