বিশ্বকাপের আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন উঠে, এরপরই চলতি মাসেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও নতুন ক্লাবের হয়ে এখনো অভিষেক ম্যাচে মাঠে নামা হয়নি সিআর সেভেনের।
তবে ক্লাবের হয়ে মাঠে নামার আগেই রোনালদো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজির বিপক্ষে। যেখানে তাদের বিপক্ষে খেলবে রিয়াদ অলস্টার একাদশ। আর রিয়াদের অধিনায়কের দায়িত্বে থাকবেন রোনালদো।
দুই বছরেরও বেশি সময় পর ফুটবল বিশ্ব আবারও মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে যাচ্ছে। এবারের লড়াই হবে মরুর দেশ সৌদি আরবে। দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটি বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টস চ্যানেলে। তবে পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (যেমন- ফেসবুক, ইউটিউব) এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। আমেরিকার ফুবো টিভি লাইভ স্ট্রিম করবে।