হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় টাস্কফোর্সের পৃথক অভিযানে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায়ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
এসময় চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স পরিচালনা করে মাদক ব্যবসায়ী মর্জুত আলীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে বিকালে গাজীপুর ইউনিয়নস্থ গাজীকালুর মাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গাঁজা সেবনের দায়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন সত্যদুন গ্রামের মৃত পলো মিয়ার ছেলে মো. কফিল উদ্দিন (৪৫), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে গোলাম মোস্তফা (৩৬), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসনফাতেমাপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. মাখন মিয়া (৪০), নবীগঞ্জ উপজেলার হরতকীপাড়া গ্রামের মো. আহল মিয়ার ছেলে মো. শুকুর আলী (৩০) ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হাই এর ছেলে মো. শাহজাহান (৪২) প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুশিয়ারি দিয়ে অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা শাখা টিম।