অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে সিলেটে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি।
বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। বিকেল ৩টা পর্যন্ত একটানা চলবে এই অবস্থান কর্মসূচি।
গণঅবস্থানস্থলে উপস্থিত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি। ১০ দফা দাবিতে আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকের এই গণঅবস্থান কর্মসূচি সেই আন্দোলনের অংশ।
তিনি বলেন, সারা বাংলাদেশের আমাদের লক্ষাধিক কর্মী এখন কারাগারে। আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, সরকারের সময় শেষ হয়ে এসেছে। আন্দোলনের মাধ্যমে আমরা এই অবৈধ সরকারকে বিদায় করবো এবং দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করবো।