সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের জমিতে পানি চলাচলের নালাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের জমিতে পানি চলাচলের নালাকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য হিরা মিয়া ও মনু মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে উভয়পক্ষের লোকজন বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৫ জনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে ময়নুল হককে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, নলুয়ার হাওরে জমিতে পানি চলাচল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওসি মিজানুর রহমানকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। দুইপক্ষের ৫ জনকে আটক করা হয়েছে।