সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এতে এক হাজার ১৯৪ ভোট বেশী পেয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীর মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) খন্দকার মামুনুর রশীদ পেয়েছেন ২৭৬৭ভোট। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ শাহ জামাল ঘোড়া প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩৪৬ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে মো. তাজুল ইসলাম পেয়েছেন ৭০৫ ভোট। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি সদস্য হযরত আলী চশমা প্রতিকে পেয়েছেন ২১১ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সুরমা ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫০৬৪ জন। কাস্টিং ভোটের সংখ্যা ৯০৪৪ ভোট।
নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুদ্দিন জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।