মিরপুরে চতুর্থ ইনিংসে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মামুলি এই পুঁজি নিয়েও জয়ের আশা জেগেছিল টাইগার শিবিরে। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত।
শনিবার (২৪ ডিসেম্বর) ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারত। চতুর্থ দিনের শুরুতেই দ্রুত ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। মিরাজের ঘূর্ণিতে একপর্যায়ে ভারত ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে।
এর আগে দিনের শুরুটা করেন সাকিব আল হাসান। আগের দিনের নাইট ওয়াচম্যান জয়দেব উনাদকাটকে (১৩) এলবিডাব্লুর ফাঁদে ফেলেন বাংলাদেশের অধিনায়ক। এরপর দ্রুতই অক্ষর প্যাটেল (৩৪) ও ঋষভ পন্তকে (৯) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে জয়ের আশা জাগান মিরাজ।
তবে অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৭১* রান তুলে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেন অশ্বিন ও আইয়ার। অশ্বিন ৪২* রানে ও আইয়ার ২৯* রানে অপরাজিত ছিলেন।
এই ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নেন মিরাজ। এ ছাড়া সাকিব নেন ২ উইকেট।
এই জয়ে ২ টেস্টের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। এর আগে চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানের জয় পেয়েছিল ভারত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২২৭ ও ২৩১
ভারত : ৩১৪ ও ১৪৫/৭