মার্টিনেজকে দলে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

ভবিষ্যতের চিন্তা করে ২০১২ সালে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে চুক্তি করেছিল আর্সেনাল। আর্জেন্টাইন গোলরক্ষকের বয়স তখন ২০ বছর। চোখে অনেক স্বপ্ন। কিন্তু তার ঠিক গানার হয়ে ওঠা হয়নি। তাকে কিনেই ইংলিশ লিগের তৃতীয় বিভাগের দলে ধারে পাঠিয়ে দেয় আর্সেনাল।

এমি ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের তৃতীয় বিভাগে এবং পরের মৌসুমে প্রথম বিভাগে খেলেন। ২০১৫-১৬ মৌসুমে উলভসে ধারে এক মৌসুম থাকলেও তেমন ম্যাচ খেলা হয়নি। এক মৌসুম গেটাফেতে মাত্র পাঁচটি লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। পরের মৌসুমে খেলতে হয় ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগে। ২০২০ মৌসুমে গানার শিবিরে ফিরলেও বেঞ্চ গরম করেই কাটছিল তার।

হুট করেই ওই মার্টিনেজের ক্যারিয়ারের চাকা ঘুরে গেছে। অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২০ মৌসুমে চুক্তি করেন তিনি। খেলতে শুরু করেন শুরুর একাদশে। চেনাতে থাকেন নিজেকে। যার প্রেক্ষিতে ২০২১ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় তার। জাতীয় দলের জার্সিতে মাত্র ২৬ ম্যাচ খেলেই তিনি এখন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ী। যেখানে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক এমি। জিতেছেন গোল্ডেন গ্লাভস। ওই এমি মার্টিনেজকে এখন কিনতে আগ্রহী ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সংবাদ মাধ্যম ফুটবল ইনসাইন এমনটাই দাবি করেছে। তাদের মতে, ম্যানচেস্টার ইউনাইটেড কোচের প্রথম পছন্দ মার্টিনেজ। আগামী মৌসুমে তাকে দলে চান তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক হিসেবে আছেন স্পেনের ডেভিড ডি গিয়া। তার সঙ্গে আগামী মৌসুমে চুক্তি শেষ রেড ডেভিলসদের। টেন হাগ তার চুক্তি বাড়াতে আগ্রহী নন। ওই জায়গায় ডাচ কোচ চান এমিকে। তবে তাকে পাওয়া সহজ হবে না। অ্যাস্টন ভিলার সঙ্গে আলবিসেলেস্তে গোলরক্ষকের চুক্তি ২০২৭ পর্যন্ত। তাকে ওল্ড ট্রাফোর্ডে পেতে তাই মোটা অঙ্কের অর্থ নিয়ে মাঠে নামতে হবে রেড ডেভিলসদের।