গুচ্ছগ্রাম প্রাথমিক বিদালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এরশাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিলা সদস্য নাজমা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসাইন, যুবলীগ নেতা মখছুছ আলম, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, মাওলানা জিয়াউর রহমান, সেবা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নাদিম মাহমুদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম, সহকারি শিক্ষক সুমি বেগম, শিক্ষার্থী সুমা আক্তার প্রমুখ।